মেহেদী মেহেবুব হাতটা কাঁপছে! দেখুন, লিখতে পারছিনা। সন্ধ্যা আজও আসেনি, পাশে এসে বসেনি একমাত্র ভাই সকালের মুখোমুখি। সাতাশ সন্ধ্যা নামল, উঠোন নিরবতায় ভারী হল, কেউ এসে আমাকে ভাই বলেনি…। ভীষণ ব্যস্ততায় সন্ধ্যায় ঘরে ফেরা, দিনের আলোতে কখনও দেখিনি তো, তাই ওর নাম রেখেছিলাম সন্ধ্যা। কেমন হয়েছিল? ভাল বলবেন, নিশ্চয়ই। সন্ধ্যা ভাল মেয়ে ছিল, কারোর বোন। উর্বর সম্পদ ছিল তারুন্যের। দোষও …
সম্পূর্ণ পড়ুন