সাদিকুননাহার ইলমা . ইটের শহর, এ শহর বড্ড অচেনা; পরিবেশটাও বেশ কোলাহল পূর্ণ, শত মানুষের ভীড়। যান্ত্রিক আওয়াজ যেন শ্রবণশক্তি কেড়ে নেয়; অবশেষে যান্ত্রিক মোটর থেকে নামলাম, হাতে আমার স্নাতক সনদপত্র; যাচ্ছি আমার গন্তব্যে দালানের কক্ষের নির্জীব মানুষগুলো অবাক চোখে আমায় দেখছে। . অবশ্য, আমি ছোট্ট গাঁয়ের সাধারণ এক ছেলে; সাদামাটা বেশে থাকতেই আমি বেশি স্বাচ্ছন্দ বোধ করি । এ …
সম্পূর্ণ পড়ুন