Tag Archives: ডাকে যখন পাখি

ডাকে যখন পাখি

আমিনুল ইসলাম মন বসে না ঘরে আমার ডাকে যখন পাখি বুকের ভেতর ছন্দ বাজে হারায় দূরে আঁখি। তালে তালে তাল মিলিয়ে বাতাস যখন ছোটে না বলা সব কথাগুলো কাব্য হয়ে ওঠে। তখন আমি আপন মনে ফুলের রেণু মাখি। মেঘের ভেলায় ভেসে যখন চাঁদের হাসি খুঁজি অন্যরকম ভালোলাগায় অনেক কিছু বুঝি বিশ্বাসী এক হৃদয় নিয়ে তাঁকে শুধু ডাকি।

সম্পূর্ণ পড়ুন