জিল্লুর রহমান জিল্লু ভূতুড়ে সব কর্মকাণ্ড দেখছি নানান ভাউচার বিলে দুর্নীতিবাজ এক হয়েছে দেশটা এবার খাবে গিলে। বুকের তাজা রক্ত দিয়ে পেলাম একটি স্বাধীন দেশ দেশপ্রেমিক জেগে ওঠো জঞ্জাল আবার করতে শেষ। আমরা হলাম বীরের জাতি হারতে কভু জানিনা ন্যায়ের পথের পথিক আমরা অনিয়মতো মানিনা। চুপনা থেকে জাগে উঠি অন্যায়, অনিয়ম দূর করতে। ন্যায়ের পথে সোনার বাংলা মনেরমতো গড়তে।
সম্পূর্ণ পড়ুন