শাহীন কামাল মায়ের হাতের পিঠা পায়েস, চিড়া মুড়ি খই কালের জলে ভেসে যাওয়া, দিনগুলো আজ কই? বায়নাগুলো কায়দা করে, তার কাছে রাখি, চাওয়া সকল পাওয়া হতে, থাকে কী আর বাকি! . মায়ের থেকে প্রথম সবক, জগৎ জানার রথ, অন্ধকারে কেমন করে, খুঁজতে হবে পথ। . রাগের মাঝে সোহাগ বাঁজে, স্বর্গ সমান হাসি, এক জীবনে হয়নি বলা, মা- তোমায় ভালোবাসি। . …
সম্পূর্ণ পড়ুন