Tag Archives: মেঘে ঢাকা রোদ

কবিতা : মেঘে ঢাকা রোদ

গাজী তাহের লিটন অনেকটা পথ পেরিয়ে ফিরে এলাম, ক্লান্ত হইনি এতোটুকু আশা আছে বলেই কী নীলপদ্মের জন্য হাহাকার, সেকথা ভাবতেই চোখ বেয়ে একএকটি নদী হয়। জানো, আজকাল নদীর অবিরতধারা আমাকে পথ দেখায় এভাবে একদিন আমিও নদী হয়ে গেলাম! তোমার ভাবনায় হয়তো একদিন এসবকিছুই কবিতা হবে সেইদিন হয়তো নীলপদ্মের হাহাকার থাকবে না, কিন্তু…. আকাশে মেঘ হবে, কান্নাও হবে, শুধু তোমার জন্য!

সম্পূর্ণ পড়ুন