আরিফুল ইসলাম সাকিব . আষাঢ়, শ্রাবণ যখন- তখন আকাশ মেঘে ঢাকে কিনেছি তাই নতুন ছাতা সেটাই সঙ্গে থাকে। . চলতি পথে যখন আমি ছাতা হাতে রাখি লজ্জা পেয়ে বৃষ্টি লুকায় আমায় দিয়ে ফাঁকি। . বৃষ্টি ছাড়া ছাতাটাকে বোঝার মতো লাগে ইচ্ছে জাগে ফেলে দিতে ভীষণ রকম রাগে। . আজব ব্যাপার! ছাতা যখন বাসায় ফেলে আসি, ঝরঝরিয়ে ঝরে তখন বৃষ্টি সর্বনাশি। …
সম্পূর্ণ পড়ুন