শারমিন চৌধুরী আবার এল বসন্ত শীত হল অন্ত কুহুকুহু ডাকে কোকিল কুয়াশা কেটে আকাশ নীল রঙবেরঙের ফুল ফোটে রাঙা প্রভাতে সূর্য ওঠে। শীতের জরাজীর্ণতা করে দূর দখিনা বাতাস বয় ফুরফুর বর্ষায় গাছে কচি কিশলয় নবীন উদ্দীপনা বিশ্বময় আমরাই করব ভূবন জয় কোনমতেই পিছু হটার নয়, প্রকৃতি আমাদের সদা সঙ্গী ঋতুবৈচিত্র্যে আসে নানা ভঙ্গী।
সম্পূর্ণ পড়ুন