শাহীন কামাল ।। লকডাউন সেই যাচ্ছি যাচ্ছি করেও আসন পেতেছে ময়ুর সিংহাসনে উজির নাজিরের পাকাপোক্ত মসনদে রোজ নিত্য ফরমান, ভ্যারিয়েন্টের ভয়ে দিগভ্রান্ত। হাভাতে শ্রমিকরা কাজে গেছে- হ্যামিলনের বাঁশিতে যে এখন ভাতের গন্ধ আসে, পাখা গজালো পীপিলিকা বাঁচতে ছুটে – ক্ষুধা কী ভাইরাস চিনে, বল? পোয়াতি বউটার মুখে খাবার দিতে পুলিশের লাঠিপেটা খায় ছমিরুদ্দিন- রিকশার প্যাডেলে ঘোরে ছয়জনের সংসার। স্বপ্নেবিভোর যুবকের …
সম্পূর্ণ পড়ুন