এস ইউ আহমেদ করোনা এসেছে হায় ! নিদারুন চিন্তা মাথায়, আপনজনও চিনতে চায় না হয়ে নিরূপায়। করোনা আসলে ঘরে, সবাই কাপে থরে থরে; কে কোথায় পালাবে খোঁজে যাওয়ার তো নেই উপায়। জানলে করোনার খবর, তাকে এড়িয়ে চলে সবাই পুলিশের হাতে দিয়ে যেন মুক্ত হতে চায়। আক্রান্ত হৃদয়ের চাপা কান্না কাউকে বুঝানো যায় না, সবাই যায় যে দূরে চলে নি:সঙ্গ একা …
সম্পূর্ণ পড়ুন