মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রাণের সঞ্চার ঘটাতে যে পানির দরকার হয় তা আসে বর্ষা থেকে। ধূ ধূ বালুচর, তপ্ত রোদে ফেটে চৌচির হওয়া মাটি হা করে চেয়ে থাকে এক পশলা বৃষ্টির জন্য। মেঘরা জমা হয়ে যখন সেই কাঙ্খিত বৃষ্টি ঝরায় তখনই হয় প্রাণের সঞ্চার। মাটি তার উর্বরতা মেলে ধরে। তাপদাহে হাঁসফাঁস করা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। জেগে ওঠে সবুজের সমারোহ। …
সম্পূর্ণ পড়ুন