আমার বিজয়

মোঃ মাহফুজ রায়হান 
।।
একাত্তর দেখা হয়নি আমার
শুনেছি সে পৈশাচিক দিনের কথা।
.
পাক হানাদার ও তার দোসরেরা
কত নির্মমভাবে হত্যা করেছে আমার,
বাবা ভাই ও মুক্তিকামী হাজারো মানুষকে ।
.
মাত্র একটুকরো লাল সবুজ পতাকার লোভে
কত মা বোন নির্ভয়ে দিয়ে দিলো
 তাদের অমুল্য সম্ভ্রম ও জীবন।
.
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী ত্যাগে
ছিনিয়ে আনা এই মানচিত্র,
হাজারো দামাল ছেলের
রক্তে ভেজা এ স্বাধীনতা,
বৃথা যায়নি- বৃথা যাবেনা।
.
আমরা নতুন প্রজন্ম লালন করবো
একাত্তরের চেতনা,
কন্ঠে ধরে বিজয়ের শ্লোগান
মুক্ত করবো ক্ষুধা, অভাব ও অন্যায়,
তবেই পাবো আমাদের কাঙ্খিত বিজয়।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *