মুস্তফা হাবীব :
ভাবছিলাম, আমৃত্যু জীবনের গরল ঢেকে রাখব
মেঘবরণ ওড়নায়,
সূর্যকে বলেছি , আলোতে ডেকো না আমায়
দুর্ভাগ্যই বলতে হবে, সব ফাঁস হয়ে গেল অকারণ।
কাছের কোনো এক নিকটজন বীর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধ বিষয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে
উন্মোচন করে আমার জীবনের সব হারানোর কথা।
ঢাকঢোল পিটানো হলো,
বীরাঙ্গনা উপাধির শিরোপা মাথায় পরে
লজ্জায় কাঁদতে কাঁদতে এখন নিঃশেষ হয়ে যাচ্ছি,
আজ দেশের প্রতিটি মানুষ জানে
কিভাবে আমার সম্ভ্রম কেড়ে নিয়েছিল ওরা
কিভাবে খাবলে খাবলে জখম করেছিল
আমার ঠোঁট,গাল, গ্রীবা, স্তন নাভী ও তলদেশ।
আহ! কি দহন জ্বালা।
বেঁচে আছি, এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি
মৃত্যুর অধিক কষ্ট নিয়ে বেঁচে আছি!
আমৃত্যু ঘৃণার, করুণার ভার বয়ে
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রাজসাক্ষী হয়ে বেঁচে আছি!