খৈয়াম আজাদ
তুমি চলে যাবার পর কেমন হবে আমাদের পৃথিবী!
মিথ্যাবাদী ট্রাম্প তখনো কি তেলের পাইপ বসাবে মধ্যপ্রাচ্যে?
তুমি চলে যাবার পরেও কি মানুষ হত্যা করবে, দখলদার শাসক।
কেমন হবে আমাদের পৃথিবী!
যখন চোখে মালুম হয়না এমন একটা শত্রুর বিরুদ্ধে তোমাদের সম্মিলিত সমরাস্ত্র নিরেট অকেজো।
তুমি চলে যাবার পরে, আবারো টুকরো করবে এই ভূগোলক?
ভূমধ্যসাগরে আবারো ভাসবে শিশুর লাশ?
রোহিঙ্গা হতাশা জন্মদিবে গবেট মিয়ানমার!
তুমি চলে যাবার পরে ভাঙ্গা ব্রিজের মতো দাঁড়িয়ে থাকবে শহর?
জংধরা বগির মতো টেনে টুনে যাবে সময়ের ট্রেন!
তুমি চলে যাবার পরে শোকে আপন হবে পাড়ার মসজিদ?
প্রত্যহিক মিনারে বাজবে সুর ভৈরবী! ‘আসসালাতু খাইরুম মিনান্ নাওম’
তুমি চলে যাবার পরেও অর্থের গণিত শেখাবে
অনর্থের হোতারা?
ঋণে জর্জরিত অসহায় কৃষক ভূমি হারিয়ে ছুটবে উদ্বাস্তু শহরে!
তুমি চলে যাবার পরে কি হবে,
কেমন হবে আমাদের পৃথিবী?
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

অশেষ কৃতজ্ঞতা মুক্তবুলিকে