এম ইলিয়াস তুহিন
তব অধর মাঝে লুকিয়ে থাকা এক চিলতে হাসি,
ঐটুকু আমার বড্ড প্রিয়, অনেক ভালোবাসি।
ঐ দীঘল কালো হরিণ চোখে কী যে মায়া মাখা,
তবু তাকিয়ে থাকা নিষেধ আর পাপ ছুঁয়ে দেখা।
তাই সাক্ষী রেখে আকাশ-বাতাস আর ঐ ধরণী,
চিরদিনের তরে তুমি হবে কি মোর ঘরণী?
তবে এক তরীতে পাশাপাশি চলবো বাকি পথ,
একই সাথে চালিয়ে যাবো মোদের জীবন রথ।
নয়নেতে নয়ন রেখে, হাতে রেখে হাত,
এক নিমিষেই কেটে যাবে দীর্ঘ দিবস-রাত।
অপলক চোখে তাকিয়ে রবো চন্দ্র বদন পানে,
তব হৃদয় ভরিয়ে দেব কবিতা আর গানে।
ঐ সোনার কায়া ছুঁয়ে দেখে হৃদয় হবে তৃপ্ত,
অন্য কারও অপেক্ষাতে থাকবোনা আর লিপ্ত।
মোহাম্মদ ইলিয়াস হোসেন তুহিন
সহকারী শিক্ষক
শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চাটখিল, নোয়াখালী।
মোবাইল: ০১৬৪৫৩৫৪৮৫১, ০১৮৩৪০৩২১৯৪।
ইমেইলঃঃ [email protected]
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
