মো. আলমগীর হোসেন ||
চক্রাকারে বিস্তীর্ণ লোকালয়ের অন্ধকারে,
অক্সিজেনহীনতার জনপদ জুড়ে,
লাশের গন্ধ ভাসে বাষ্পের ঘ্রাণশক্তিতে।
করোনার মরণাত্মক আক্রোশে,
খুকুমণির প্রাণবায়ুর নিস্তব্ধতায়,
আচমকাই অভাগা মায়ের চোখে পানি ঝরে।
দমকা হাওয়ার প্রবল ঝড়ের মাঝে,
রাতজাগা সন্তানের আহাজারিতে,
পিতার শবদাহ ছিঁড়ে আহুত মাতার হৃদপিন্ড জ্বলে।
পত্নীর আবেগী চোখে ধুলো ছুড়ে
ভালোবাসার মায়া কাটিয়ে,
করোনার ভায়াল থাবা
পতিকে পৌঁছে দিল, ঘুম পাড়ানির দেশে।
মুখের ওপর আচ্ছাদিত মলিন কাপড় ধরে,
ছোট্ট মেয়ে হাসপাতালের বারান্দায় বসে,
ক্ষণ গুনছে বাবার মুখে সোণামনি ডাক শোনার তরে।
হায়রে করোনা!
চারিদিকে শুধু মৃত্যুর মিছিলে,
তুই অবুঝ মেয়েকেও দিলি ছলনা।
মো. আলমগীর হোসেন, সিনিয়র প্রভাষক, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ, প্রাইম বিশ্ববিদ্যালয়।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
