ছুটি

মোঃ ইমরান হোসাইন ।।

আমি তোমাদের কাছে একটু ছুটি চাই,
কোন এক ফাল্গুনের নির্জন দুপুরে
মিছে এই ব্যস্ততার তামাসা থেকে।
আমি আজ বড় ক্লান্ত,
অশোচিত কোনো ক্লান্তির ফাঁকে।
আমি একটু হাঁটতে চাই,
কোন নির্জন মেঠোপথ ধরে।

আমায় কি তোমরা একটু ছুটি দিবে?
ওই নব দিগন্তবিস্তৃত সূর্য কল্পে,
ইট পাথরের শহরের বালির অণর্বে
আমি আজ বড় নিঃস্ব।
আমি একটু মন ভরে হাঁটতে চাই,
আমার জন্মলগ্ন থেকে খেলার সাথী
ওই আঁকাবাকা কংশ নদের পাঁড়ে।

আমায় কি তোমরা একটু ছুটি দিবে?
আমি আজ বড় উদাসীন
আমার স্কুল কলেজের বন্ধুদের সাথে
ওই পুরোনো ক্লাস রুমগুলোতে
আবার আমি কোলাহল সৃষ্টি করতে চাই।

মাঠগুলো আজ বড্ড ফাঁকা
আমি মাঠে নিজেকে বিছাতে চাই।
আর চোখ বন্ধ করে স্বপ্নের মাঝে
আমি মেঘেদের সাথে উড়তে চাই।
অতপর ফুলে ফুলে সাজাতে চাই
এই বাস্তবতার নামুক করুন সমাধি।

মোঃ ইমরান হোসাইন
নেত্রকোনা সদর, নেত্রকোনা
মোবাইল নাম্বার: 01581531066
কুরিয়ার ঠিকানা: সুন্দরবন কুরিয়ার সার্ভিস, নেত্রকোনা সদর, নেত্রকোনা

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *