জীবনানন্দ দাশ স্মরণে

মোহাম্মদ নূরুল্লাহ ।।
.
আনন্দহীন কাটালে আমরণ
তবুও জীবনানন্দ !
অতিবাস্তব পরাবাস্তব
যার লিখনশৈলীর অন্যতম বৈশিষ্ট্য।
.
বাস্তবতার নিরিখে যার পথ চলা,
হাজার বছর অপেক্ষায়
দু’জোড়া নয়নের আশায়…
সে আর কেউ নয়–
আমাদের প্রাণের কবি
আমাদের মননের কবি
বাংলার চিরায়ত কবি
বাংলার চিরসবুজ কবি
         কবি জীবনানন্দ।
.
ফেব্রুয়ারির ১৭ তারিখ
জন্ম নিলে তুমি;
ততোদিন থাকবে মানুষের হৃদয়ে
যতোদিন থাকবে এ বঙ্গভূমি।

Check Also

কবি ফররুখ আহমদ মানবতার কল্যাণে সাহিত্য রচনা করেছেন

মুক্তবুলি প্রতিবেদক।। বরিশালে কবি ফররুখ আহমদ স্মরণসন্ধ্যায় আলোচকরা বলেছেন, কবি ফররুখ আহমদ সমগ্র মানবতার কল্যাণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *