মুক্তবুলি প্রতিবেদক ।।
মুক্তবুলি ওয়েবসাইটে প্রকাশিত লেখাগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউজের ভিত্তিতে জুলাই ২০২২ মাসের সেরা লেখক মনোনীত হয়েছেন বরগুনার দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী আকতার রুমা।
বরিশাল সরকারি বিএম কলেজ থেকে সমাজকল্যাণে অনার্স-মাস্টার্স উত্তীর্ন রুমার জন্ম ১৯৮৫ সালে। গ্রামের বাড়ি বরগুনা সদরের কদমতলা গ্রামে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ শব্দচাষীর কাব্যকথা, সূবর্ণ বিজয় কাব্য।বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট তিনি । রুমা দুই সন্তানের জননী।
ফেরদৌসী আকতার রুমা সারাবাংলা প্রাথমিক শিক্ষা পরিবার বরগুনা জেলার মডারেটর ও ICT4E Barguna District Ambassador at a2i- Aspire to innovate হিসেবে কাজ করছেন।
গত ১০ জুন তিনি বরিশাল প্রেসক্লােবে মুক্তবুলি লেখক সম্মেলনে অংশগ্রহণ করে সম্মাননা স্মারক গ্রহণ করেন। এবার তিনি সেরা লেখক মনোনীত হওয়ায় মুক্তবুলি ওয়েবসাইট ও ম্যাগজিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
২০২১ সালের ০৭ জুলাই মুক্তবুলি ওয়েবসাইটে তার লেখা ‘নারীর আত্মচিৎকার’ কবিতাটি প্রকাশিত হয়। এখন পর্যন্ত কবিতাটি পড়েছেন ২৯৭৮ জন পাঠক।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
