তারুণ্যের গান

মোঃ আবদুর রহিম
.
আমরা কিশোর,  আমরা কুঁড়ি
আমরা হলাম মূল,
আমরা জাতির ঘুম ভাঙানো
হাসনাহেনা ফুল।
.
রাত্তিরেতে সুবাস ছড়াই
জ্যোৎস্নার আভায় সিক্ত,
দোয়েল পাখির কুহুতানে
ঘুম ভেঙে যায় নিত্য।
.
হৃদয় ভরা অসীম তেজ
উদার সাহস বক্ষে,
যুগান্তরেে যাই ছুটে যাই
নিজকে গড়ার লক্ষ্যে।
.
স্বপ্ন হাজার চোখে  মোদের
লক্ষ আশা অন্তরে,
বাঁধ মানিনা ঢেউয়ের সাগর
পাহাড়,  গিরি মন্তরে।
.
পৃথিবীকে গড়ার আগে
নিজকে মোরা গড়তে চাই,
পবন দোলা যায় দিয়ে তার
প্রকৃতিতে আভাস পাই।
.
সাবমেরিন ঐ জলের তলে
মহাশূন্যে স্যাটেলাইট,
প্রযুক্তি সব মুঠোয় মোদের
নভোযানে করছি ফাইট।
.
দিবানিশি মত্ত মোরা
নব আবিষ্কারে,
জীবন দিয়ে লড়ছি সদা
কে বা রুখতে পারে?
.
জীর্ণ সমাজ- কুসংস্কার
ভাঙবো মোরা ভাঙবোই,
বিশ্বটাকে জয় করে,
সোনার বাংলা গড়বোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *