মারুফা আক্তার:
শিক্ষা শিক্ষা করো রে ভাই,
শিখতে আমরা সবাই চাই।
এমন শিক্ষা শেখা উচিত,
যা পাঠ্যবইয়ে নাই।
পাঠ্যবইয়ের শিক্ষা যদি,
সবই কাজে দিতো।
বৃদ্ধাশ্রম তৈরি হতো না,
সবার বাবা-মা-ই তবে,
নিজ গৃহেই থাকতো।
পরিবারের শিক্ষায় যদি,
ত্রুটি-বিচ্যুতি থাকে।
সু-সন্তান আশা করা,
বোকামি বলে যাকে।
আদব-কায়দা না শিখিয়ে,
সন্তানকে যদি পাঠাও স্কুলে।
সন্তান যতো বড়ো-ই হোক না কেনো,
সভ্য হবে না সে কোনো কালে।
যতো বড়ো শিক্ষিত হওনা কেনো,
ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই।
সময় থাকতে রে ভাই,
সন্তানকে এমন কিছু শিক্ষা দাও,
যাহা পাঠ্য বইয়ে নাই।
মারুফা আক্তার
এম.এড শিক্ষার্থী
টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
