মুক্তবুলি প্রতিবেদক ।।
পিরোজপুর সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
২৬ মে শুক্রবার স্থানীয় বাবুই পাঠাগারে কবি ডা. এস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি অনির্বাণ চক্রবর্তী ।
কবি প্রাণকৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠােনে বিশেষ অতিথি ছিলেন কবি মোঃ আবুবকর সিদ্দিক, কবি দিলিপ কুমার মিস্ত্রি, কবি ছড়াকার কে এম মোস্তফা, কবি মোঃ দেলোয়ার হোসেন, কবি গবেষক মোঃ আবুল হোসেন, কবি নজরুল ইসলাম, কবি মৃনাল কান্তি রায়, কবি উজ্জল কুমার গুহ। পিরোজপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক হাছিবুর রহমান ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন কবি সঞ্জয় কুমার রায়, ছড়াকার মাকসুদ খান সোহান প্রমুখ। ##
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

সুন্দর একটা দিন কাটালাম।