আযাদ আলাউদ্দীন ।।
বরিশালে বসবাসরত ভোলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ভোলা জেলা জনকল্যাণ সমিতির ইফতার মাহফিল ১৮ এপ্রিল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভোলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা ও বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, ভোলা সমিতির সাবেক সভাপতি একেএম সিরাজ মিয়া ও মুক্তিযোদ্ধা কাওসার আহমেদসহ সমিতির প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুকুল ইসলাম। উপস্থিত ছিলেন বরিশালের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম, সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মো. আবদুর রশীদ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন, সরকারি বিএম কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সংগীতা সরকার, সরকারি বরিশাল কলেজ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম ও পদার্থ বিজ্ঞান প্রভাষক হাসনাহেনা, বরিশালের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পরিতোষ চন্দ্র দে, পুলিশ ইন্সপেক্টর জিয়াউল আহসান, আনোয়ার হোসেন, শিশির কুমার দে, বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন, ভোলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস ও কামাল হোসেন ।
ভোলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল মেট্রোপলিটন কলেজের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, খানসন্স গ্রুপের সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্স) সাজিদুল ইসলাম, স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খান, সাংবাদিক রিয়াজ পাটোয়ারী, নিরব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের আবদুর রহমান মিজান, বিএম কলেজ ছাত্রকল্যাণ পরিষদের শাহিদ হাসান ও তানভীর হোসেন প্রমুখ।
বক্তারা বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ২০ মে আনুষ্ঠানিকভাবে সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন। ##

Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। একই সাথে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা তারা জীবিকার তাগিদে বরিশালে অবস্থান করছেন এদের মধ্যে যারা নিম্ম আয়ের মানুষ তাদের ভোলা জনকল্যাণ সমিতির মাধ্যমে সার্বিক সহযোগীতার অনুরোধ করছি। সাংবাদিক আযাদ আলাউদ্দিন নিম্ম আয়ের মানুষদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করে তাদের সমস্যা সমুহ চিহ্নিত করে তা লাগবে অগ্রণী ভুমিকা পালন করতে পারেন।