পলি ইসলাম
আষাঢ় শ্রাবণ হলো বর্ষা মেলা
আকাশের কোল জুড়ে মেঘের ভেলা।
বাঙালি ছড়িয়ে দিয়েছে দিগন্তে
মুক্তমনের বিহঙ্গ- ডানা।
নব সৃষ্টির উল্লাসে আজ নেই যে মানা।
গ্রীষ্মের অগ্নিক্ষরা দহন পরে
গগনের মেঘগুলো বর্ষা হয়ে ঝরে।
বর্ষার আগমনে কৃষকের মনে উল্লাস
শস্যশিশুর কলকল উচ্ছ্বাস।
কৃষকের স্বপ্ন চোখে নবান্ন বরণ
এ যেন জীবন বাঁচার সুখের স্পন্দন।
অরণ্যে অরণ্যে নতুন প্রাণের শিহরণ
কৃষ্ণ মেঘের ফাঁকে বিদ্যুৎস্ফুরণ।
খোলা আকাশ জুড়ে মেঘ বিচরণ
দমকা হাওয়ার সাথে মেঘ গরজন।
বর্ষা যেন প্রতি প্রাণে সাহিত্যের দোসর
গান, কবিতা, ছন্দে, ছবি কাব্যের আসর।
চিত্রকরের রংতুলিতে বর্ণাঢ্য চিত্রাঙ্কন
যুগে যুগে কবি হৃদয় এরই মাঝে
করেছেন কাব্য সন্ধান।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
