মো. মিজানুর রহমান ।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ভোলা জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন হাকিমুদ্দিন ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ইংরেজি প্রভাষক শরীফ ফয়জুল্লাহ। তিনি উপজেলা পর্যায়েও বোরহানউদ্দিন উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ মাদ্রাসা পর্যায়ে শরীফ ফয়জুল্লাহকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়। বিভিন্ন পর্যায়ে যোগ্যতার সাক্ষর রেখে তিনি এই সাফল্য অর্র্জন করেন। এসময় বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সনদ বিতরন করা হয়। পরবর্তীতে তিনি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সফলতা অর্জন করেন। তিনি ২০১৪ সনের আগস্ট থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে হাকিমুদ্দিন ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় কর্মরত আছেন।
বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছমিউল হক মৌলভী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক জার্নালে (আই জে আর এ আর) Bangladeshi Students English Pronunciation Problems : Behind Reasons and Solutions বিষয়ে লিখেন তিনি।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
