মাকে মনে পড়ে 

তাসনিয়া তানহা ।।
.
কতদিন হলো দেখি নাতো মা
তোমার মায়াবী মুখ,
তোমার  ছায়াটি  গিয়েছে লুকিয়ে
হারিয়েছে যত সুখ।
.
কতবার আমি খুঁজে ফিরি তোমায়
বড্ড একাকী লাগে,
ঘুম আসে না একলা ঘরেতে
স্মৃতির ঘড়িটা জাগে।
.
অসুস্থ হলে নির্ঘুম রাত কেটেছে
কষ্টে রাত্রির মায়া ফেলে,
একটা কথা বার বার ভাবি
কেন তুমি চলে  গেলে?
.
একটা জীবন এত ছোট কেন
নিয়তির যত খেলা!
মায়ের আদর পাই না কেন
সুখ দু:খের ভেলা।
.
তাসনিয়া তানহা
৯ম শ্রেণি, শাখা- খ, রোল – ১২,
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. অসাধারণ লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *