শাহীন কামাল
মায়ের হাতের পিঠা পায়েস, চিড়া মুড়ি খই
কালের জলে ভেসে যাওয়া, দিনগুলো আজ কই?
বায়নাগুলো কায়দা করে, তার কাছে রাখি,
চাওয়া সকল পাওয়া হতে, থাকে কী আর বাকি!
.
মায়ের থেকে প্রথম সবক, জগৎ জানার রথ,
অন্ধকারে কেমন করে, খুঁজতে হবে পথ।
.
রাগের মাঝে সোহাগ বাঁজে, স্বর্গ সমান হাসি,
এক জীবনে হয়নি বলা, মা- তোমায় ভালোবাসি।
.
মধুমাখা মুখখানি তার, শাসন ভরা চোখ,
আঁধার রাতে মিলায় তাতে, নিত্য জাগায় শোক।
.
এক সকালের হঠাৎ ঝড়ে, আমার সকল শেষ।
বুকের মাঝে ঝেঁকে আছে, শুন্য রেখার রেশ।
.
আমার জীবন পূর্ণ মাগো, তোমার আশির্বাদে।
কেন এত দ্রুত গেলে. কীসের অপরাধে?
.
তোমার ঘরে তুমি ছাড়া, আমি অচিন পাখি,
সেই কথাটি কেউ জানেনা, নিজেই ঢেকে রাখি।
.
আসছি আমি তোমার পথে, তোমার পাশের ঘরে,
সেদিন না হয় রাখবে আমায়, খুবই আপন করে।
.
কামাল হোসেন শাহীন
নাজিউর রহমান কলেজ, ভোলা
০১৭১৬৯৮১১৪৮
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

আসছি আমি তোমার পথে, তোমার পাশের ঘরে,
সেদিন না হয় রাখবে আমায়, খুবই আপন করে।
—————–অনবদ্য!!!!
ধন্যবাদ অশেষ। ভালোবাসা অফুরন্ত।
অনেক হৃদয় ছোয়া লেখা বন্ধু।
ভালোবাসা অবিরত।
অনেক অনেক ধন্যবাদ।