মিনহাজ সাদ্দাম :
প্রকৃতির সাজে রূপের ভাঁজে
পালা বদলে আসে শীত,
কুয়াশার আড়ালে স্নিগ্ধ হাওয়ায়
পরিবেশ হয় বিমোহিত।
ষড়ঋতুর দেশে নতুন আবেশে
পাল্টে যায় আবহাওয়া,
গ্রীষ্ম বর্ষা শেষে শীতের আমেজে
থমকে যায় কারো চাওয়া।
শীত এলে ধরা কতো পোশাক পরা
যার আছে রঙবেরঙে,
কত মানুষ হায়_ হয়ে অসহায়
দিন কাটায় শীতের সঙ্গে।
যার আছে দালান-কোঠা, অট্টালিকা
কতো শান্তিতে বাস করে,
গরীব অসহায় পথের মানুষ
তারাই শীত ভোগ করে।
ভাঙ্গা চালা দিয়ে শীতের হাওয়া
শন্ শন্ করে ঢুকে ঘরে,
তীব্র শীতে কাটে প্রতিটি রাত
বৃদ্ধ-শিশু যায় মরে।
হাড়কাঁপানো শীতে কতো মানুষ
পথে ঘাটে আছে পরে,
তাদের তো নেই কোন ঘর বাড়ি
শীত-বস্ত্রহীন ভব সংসারে।
যাদের আছে অঢেল অর্থ সামর্থ্য
একের অধিক দাও গায়ে,
বস্ত্র অভাবে গরীব অসহায় মানুষ
শীতের প্রকোপ যায় সয়ে।
ওহে ধনবান, করো মন আকাশ সমান
খোলো দানের দুই হাত,
শীতার্ত জনে দাও সঙ্গদানে
বস্ত্র-হীনের সহায়তায়।
মিনহাজ সাদ্দাম
ঝালকাঠি সদর, ঝালকাঠি।