সুন্দরবনের সত্যঘটনা অবলম্বনে অ্যানিমেশন কার্টুন ‘ভয়ংকর সুন্দরবন’

মুক্তবুলি প্রতিবেদক ।।

বাঘে ছুলে ১৮ ঘা পুলিশ ছুলে ৩৬ ঘা। শ্বাসরুদ্ধকর থ্রিলিং সিনেমার চিত্রনাট্য অথবা গা শিউরে ওঠা কিশোর উপন্যাসের কাহিনীর চেয়েও কোনো অংশেই কম নয়। এই ঘটনাটি নতুন, সবার ভালো লাগবে। সুন্দরবনে বাংলাদেশ পুলিশের প্রশংসিত সত্য ঘটনা অবলম্বনে বিনবিন কার্টুন এবার নির্মান করেছে (based on true story)  ‘ভয়ংকর সুন্দরবন’ কার্টুন গল্প।
রচনা ও পরিচালনা করেছেন – রাকিবুল ইসলাম, অ্যানিমেশন করেছেন – আরমান বাবু, অ্যানিমেশন কার্টুনটি নির্দেশনা দিয়েছেন – শিশুসাহিতিক মামুন সারওয়ার। কণ্ঠ দিয়েছেন ফারজানা ইয়াসমিন, কাজী মৌসুম, কাজী এনায়েত হোসেন, এম. এইচ. পলিন, এম. এইচ. পাবেল ও আরমান বাবু। ডিজাইন করেছেন – আরিফুল ইসলাম, আরমান বাবু।
ইতিমধ্যে বিনবিন কার্টুনের আরো উল্লেখযোগ্য কার্টুন গল্প নির্মিত হয়েছে। তারমধ্যে – সাত ভাই চম্পা, সর্প কন্যা, হিংসার পরিণাম, মায়ের মমতা, রহস্যের রসগাছ, ঘুমন্ত পরীর রাজকন্যা, জঙ্গলের রাজকন্যা, রূপকথার রাজারানী, রাজা ও পিঁপড়ে, অহংকারী রাজকন্যা, মহামারী করোনাসহ অনেক কার্টুন গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *