সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা

আভিধানিক অর্থে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা:

Secular: পার্থিব, ইহজাগতিকতা, জড়-জাগতিক, লোকায়ত। Secular State- গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র, লোকায়ত রাষ্ট্রশক্তি। Secularism: নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয় এই মতবাদ; ইহজাগতিকতা, ইহবাদ। Secularist: ইহবাদী। Secularisation- লোকায়তকরণ, ইহজাগতিকীকরণ।–[বাংলা একাডেমি ইংলিশ ও বাংলা ডিকশনারি, সপ্তম পুনমুদ্রণ, জানুয়ারি 2015, পৃ 647]

লোকায়ত: Materialistic, Ahteistic. লোকায়ত রাষ্ট্র: Secular State. – [বাংলা ইংলিশ ডিকশনারি, বাংলা একাডেমি, 31তম পুনমুদ্রণ, এপ্রিল 2014, পৃ 738]

ধর্মনিরপেক্ষতার ছবি এর ছবির ফলাফল

Atheistic: নিরীশ্বরবাদী, নাস্তিক্যবাদী. Atheist-নিরীশ্বরবাদী, নাস্তিক. Atheism-নিরীশ্বরবাদ, অনীশ্বরবাদ, নাস্তিক্য।– [বাংলা একাডেমি ইংলিশ ও বাংলা ডিকশনারি, সপ্তম পুনমুদ্রণ, জানুয়ারি 2015, পৃ 43]

Materialism-বস্তুবাদ, জড়বাদ। Materialistic-বস্তুবাদী সম্পর্কিত, বস্তুবাদী।– [বাংলা একাডেমি ইংলিশ ও বাংলা ডিকশনারি, সপ্তম পুনমুদ্রণ, জানুয়ারি 2015, পৃ 436]

লোকায়ত: প্রাচীন হিন্দু দার্শনিক চার্বাকের মতানুসারী, নাস্তিক, পরলোকে ও ঈশ্বরে অবিশ্বাসী, ধর্মনিরপেক্ষ, নাস্তিক্যবাদ।লোকায়তিক- চার্বাকের মতাবলম্বী, নাস্তিক, জড়বাদী।–[বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান পরিমার্জিত সংস্করণ, ড. এনামুল হক ও শিবপ্রসন্ন লাহিড়ী সম্পাদিত, অষ্টাদশ পুনমুদ্রণ, জানুয়ারি 2015, পৃ 1062]

ইহ: এই স্থানে, এই জগতে, এই কালের, বর্তমান। [বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান পরিমার্জিত সংস্করণ, ড. এনামুল হক ও শিবপ্রসন্ন লাহিড়ী সম্পাদিত, অষ্টাদশ পুনমুদ্রণ, জানুয়ারি 2015, পৃ 144]

ধর্মনিরপেক্ষতার ছবি এর ছবির ফলাফল

ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন, Secular. [বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান পরিমার্জিত সংস্করণ, ড. এনামুল হক ও শিবপ্রসন্ন লাহিড়ী সম্পাদিত, অষ্টাদশ পুনমুদ্রণ, জানুয়ারি 2015, পৃ 640]

Secularism অর্থ: ধর্মহীনতা, ইহজাগতিকতা, জড়-জাগতিক, ধর্মবিরোধী, নিরীশ্বরবাদী, নাস্তিক্যবাদী, মানবরচিত মতবাদে বিশ্বাসী, প্রাচীন হিন্দু দার্শনিক চার্বাকের মতানুসারী, ধর্মনিরপেক্ষ, নাস্তিক্যবাদ, জড়বাদী, পরলোকে ও আল্লাহতে অবিশ্বাসী, ইহবাদ। -[বাংলা একাডেমি ইংলিশ-বাংলা ডিকশনারি এবং বাংলা -ইংলিশ ডিকশনারি]

ধর্মনিরপেক্ষতার ছবি এর ছবির ফলাফল

বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৩টি অভিধানেই সেকুলার বা ধর্মনিরপেক্ষতা অর্থ লেখা হয়েছে নাস্তিকতা বা ধর্মহীনতা। ইহা শতভাগ নির্ভুল ও সহিহ সত্য তথ্য। তাই ধর্মনিরপেক্ষ দাবিদারদের কোনোক্রমেই মুসলিম বা আল্লাহ নবির অনুসারী হিসেবে গণ্য করা যাবে না। মৃত্যুর পর এদের জানাযা দেয়া যাবে না, এদের জন্য দুআ করা যাবে না।মুসলিম রীতি নীতি আদর্শ সংস্কৃতি এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধর্মনিরপেক্ষবাদীরা কেউ মুসলিম নয়, তারা শয়তানের অনুসারী, মানবরচিত মতাদর্শের পুজারি, তারা মালাউন বা অভিশপ্ত। উল্লেখ্য, “ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম” শব্দটি ১৮৫১ সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব প্রথম ব্যবহার করেন।

আরো পড়ুন

বাংলাদেশে যাকাতের আইডল প্রতিষ্ঠান ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’

আযাদ আলাউদ্দীন ও শফিকুল ইসলাম ।। তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ কর যাতে তুমি সেগুলোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *