এরশাদ সোহেল ।।
.
এ শহর নিস্তব্ধ, সব আছে-
শুধু তুমি নেই,
কীর্তণখোলার ঢেউ, যান্ত্রিক সুর ছাড়া।
বুকের টিক টিক শব্দটা ক্রমশ বেড়েই চলেছে
তবুও হাটছি অন্তর্হীন গন্তব্যে ।
চারদিকে শূণ্যতা, শহরের অলি-গলিতে
নেই কোন স্বস্তির আবাস।
.
এ শহর আজ অন্তঃসারশূণ্য, সবই আছে-
শুধু মায়া নেই,
আছে হৃদ মন্দিরের শূণ্য পূজারী।
ষোল বছরের অতীতের খোঁজে ,
ব্রজবাবুর পাঠশালায় ও সুন-সান নিরবতা
বৈশাবীর কৃষ্ণচূড়ার লাল-সাদার অপূর্ব কম্ভিনেশন ও মুছে গেছে আজ।
.
আলোময় এ শহরে আজ নিকশ কালো অন্ধকারে
ভয়ার্ত নিরবতা।
বুকের গহীনে একাকীত্বের হাহাকার।
কিশোরী, ষোড়শী, যুবার নিরব পদচারণা
সবই আছে।
শুধু তুমি নেই!
.
তোমার শহরে নন্দিনীকে দেখাবে আলোর পথ,
ফেলুদা বেশে কেড়ে নেবো
এ আমার শেষ আমানত ……
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

সুন্দর লেখা। শুভকামনা, কবি
অসাধারণ বন্ধু, এগিয়ে যাও। ২০ প্লাস আমি নিস্তব্দ,বাকরুদ্ধ।থাক সে বেইমানীনির কথা।সুন্দর লিখণি।
থ্যাংকস বন্ধু।
ধন্যবাদ @শাহানাজ আপা।
অসাধারণবন্ধ,
রবি চৌধুরীর একটা গানের কলি!!! আমার বন্ধুরা তোমার নাম রেখেছে কাল নাগিণী।বিষেঁর কাটা ছিল মনে আগে বুঝিনি!!!!!!!”😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
অসাধারণ কবিতা। কবির জন্য শুভ কামনা রইলো। ভালোবাসা অবিরাম
ধন্যবাদ ।
অসাধারণ লেখনী।
শুভকামনা রইলো শ্রদ্ধেয় ভাই।
ধন্যবাদ।
মামা, অসাধারন হয়েছে, খুব ভালো লাগলো
A poem that touches the heart💔
Best of ur luck dear uncle❤