অগ্নিঝড়া মায়ের ভালোবাসা

এ.এম. আবদুল জাহের

এ কেমন অগ্নিঝড়া ভালোবাসা ?
সেদিন ছিল যে বীর বাংঙ্গালীর
শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা,
ঢাকার চক বাজারের ইতিহাসে
স্মরণকালের লেলিহান অগ্নি শিখায়
প্রমাণ করে দিল যে,
মমতাময়ী মা-জননীর ভালোবাসা।

প্রদীপ্ত অগ্নি শিখার মাঝে
আঁকড়ে রেখেছো তোমার সন্তান,
এ পৃথিবীর সব ভালোবাসা তুমি
করে দিলে ম্লান।
জ্বলন্ত আগুনের লেলিহান শিখায়
স্নিগ্ধ মমতাময়ী ভালোবাসায়
মৃত্যুকে তুমি করেছো আলিঙ্গন,
স্বর্গলোকের এ ভালোবাসা তোমার
থাকবে চির অম্লান।

বাংলা মায়ের তোমার একী সাহসী সন্তান !
অগ্নি শিখার মাঝেও সে
ছাড়েনি মায়ের কোল,
সহস্র বছরের ভালোবাসা পেতে
আমরা বাংঙ্গালী প্রজন্ম
ছাড়বোনা মায়ের আঁচল।

তুমি যে মা ! রয়েছে তোমার মাতৃত্ব,
এ পৃথিবীর কে ? বলো মা ! তোমার উপর করে কতৃত্ব ?
তুমি জাগোরণ, তুমি চেতনা
তুমি যে মহীয়ান,
রবে যতদিন পদ্মা, মেঘনা ও যমুনা বহমান,
ততদিন মাগো, থাকবে তোমার মান।

 

এ.এম. আবদুল জাহের (এম.এ, এম.এড)

সিনিয়র সহকারি শিক্ষক, সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
হিজলা, বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *