অঙ্গীকার 

নীলা আহমেদ ।।

২৫ মার্চে হিংস্র রাতের স্মৃতি মনে হলে,

বুকের ভেতর প্রতিশোধের তীব্র অনল জ্বলে।

জীবন বাজি রেখে যারা রাখলো দেশের মান,

লাখো শহীদের রক্তে রাঙা স্বাধীনতার গান।

একুশ তারিখ রক্তক্ষয়ী ভষার স্লোগান,

ছয় দফায় গর্জে ওঠে গণঅভ্যুত্থান।

সত্তরের ই নির্বাচনে যুক্ত ফ্রন্টেের জয়,

স্বৈরাচারীর পতনে আর রইলোনাকো ভয়।

সাতই মার্চের গণসূর্যের মঞ্চ কাঁপানো ভাষণে,

অপারেশন সার্চলাইটের নগ্ন নরক দহনে।

পুরলো বসত হিংস্র থাবায় নিষ্পাপ বোন মা,

গগনবিদারী চিৎকারে কাঁদে পদ্মা মেঘনা যমুনা।

ছাব্বিশে মার্চ যুদ্ধে যাবার উদাত্ত আহ্বান,

প্রাণ দিয়েও বাঁচাবে তারা মায়ের সম্মান।

রক্তে ভরা সাগর নদী লক্ষ জীবন বিলিয়ে,

স্বাধীনতার লাল সূর্য আনলো যারা ছিনিয়ে।

তাঁদের তরে প্রাণযে আমার ডুকরে কেঁদে মরে,

শপথ নিলাম বক্ষে বাংলা রাখবো চিরতরে।

বাংলা আমার শ্বাস প্রশ্বাস বাংলা অহংকার,

জীবন দিয়ে রাখবো দেশের প্রতি ‘অঙ্গীকার ‘।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *