সাগর সরকার
জীবন যদি হয় প্রাপ্তিতে ভরপুর
সুখে আর থাকবে না তীব্র তৃপ্তির সুর
জানি কোনো দিন ভিক্ষুকেও ফিরতে হয় খালি হাতে,
আর সব বসন্ত রজনীতে বন্ধুও থাকে না সাথে
তাই বলে মন কেনো দুঃখ কাতরিত বেদনে?
ভেবে দেখো রাত না নামলে ধরীত্রে
দিনের গুরুত্ব দিতোই বা আর কজনে।
আমায় নিয়ে ভেবো নাকো আর
আমি না পেয়েও সুখে আছি
তুমি প্রাপ্তিতেই সুখ খুঁজেছো বারবার
কাঁচের পেয়ালা নাই বলে কী
চা পানের আশা বীসর্জন দেবো?
কিছুটা অপ্রাপ্ততাই প্রাপ্তির বাসনা বাড়ায়
আমি না হয় আজ মাটির কাপেই
পার্থিব সুখের চুমুক বসাবো