অর্ধমৃত বৃক্ষ

সমিনা ইয়াসমিন প্রমি
.
নাকের ডগায় বয়ে যাওয়া প্রতিটি
শ্বাসে তোমাকে পাওয়ার স্লোগান;
হৃদয়রাজ্যে অযুত নিযুত স্বপ্নের সমাহার।
অন্ধকার কোলাহলে ফাইবার
বালিশ বুকে চেপে ঘুমহীন অস্বস্তিকর
ব্যতিব্যস্ততায় কাটে রাত!
.
আমিত্ববোধ জানান দেয় ধূলোর
আস্তরণ চাপা পরে যাওয়া তোমার
আমার বহু গল্প কথা;
আমাকে বাধ্য করে হাঁটতে সময়ের
স্মৃতি পথ ধরে !
.
অন্ধকার কোলাহলে বুকে প্রেমের
মশাল জ্বেলে জ্বেলে আজ আমি
বড্ড ক্লান্ত;
স্মৃতির কার্নিশে তুমি ময় এই
আমিকে নিকোটিনে পুড়িয়ে পুড়িয়ে
করেছে কয়লা !
.
আর কতো?
বল আর কতো ?
সবুজ অরণ্যের
এক অর্ধমৃত বৃক্ষের মতো ঠায়
দাঁড়িয়ে থাকব বছর বছরান্ত?
.
অনেক তো হলো–
এবার না হয় ফিরে এসো;
জল ঢেলে তরতাজা সবুজ কুড়ি ময়
করে দাও এই শুকনো গাছটাকে!
.
উৎসর্গঃ স্বপ্নের রানী রুমি তালুকদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *