অলস সময়

জিল্লুর রহমান জিল্লু
.
লকডাউন কাজে লাগিয়ে
পুষিয়ে নেবো ক্ষতি
অলস সময় না ঘুমিয়ে
সংসারে আনবো গতি।
.
স্বাস্থ্য মতে ঘর গোছানোর
করি নানান কাজ
পরিবারকে সময় দেয়ার
সুযোগ যখন আজ।
.
বাবা-মায়ের সেবা করি
মন প্রাণ দিয়ে
সুখের নীড় গড়ি এবার
স্ত্রী, সন্তান নিয়ে।
.
নিরাপদে থাকবো আমরা
সময় দিবো ঘরে
জ্ঞান অর্জন করবো সবাই
বই, পুস্তক পড়ে।
.
লিখতে পারি ছড়া, কবিতা
গল্প, রম্যকাব্য
ছাদে বাগান করতে পারি
এখন সহজ লভ্য।
.
পুষ্টিকর খাবার খাবো
করোনা প্রতিরোধে
ধৈর্য ধরে এগিয়ে যাব
হেরে যাবোনা ক্রোধে।
.
ধর্ম-কর্ম করবো এবার
আছে যতো বাকি
অতীত ভুলের ক্ষমা চেয়ে
নিজ প্রভূকে ডাকি।
.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *