অস্বস্তির স্বস্তি

মোঃ আবদুর রহিম 

বিশ্বটা আজ অশান্তিতে থমকে গেছে চরমে

স্বস্তি কোথাও পাইনা খুঁজে  অস্বস্তিরই গরমে।

স্বস্তিপেতে যাওরে সবে মা, মাটির ঐ গেরামে
শ্বেত বলাকার ডানা সেথায় দিচ্ছে উঁকি আরামে।
.
দিলখোলা ঐ গাঁয়ের লোকের মুখ ভরা যে শরমে,
ধ্যান ধারণা সাদাসিধে, দিলটাও বেশ নরমে।
 .
কেউবা করে ঝগড়া ফ্যাসাদ, কারো ক্ষতি কলমে,
হৃদ কালিমা যায়না কভু মাখলে সেথা মলমে ।
দরিদ্রতা বাড়ছে কেবল, হ্রাস পায়না ক্রমে,
দুর্নীতিবাজ টাকার পাহাড় গড়ছে বিনা শ্রমে।
 .
গায়ের জোরে করছে বিকল দেশটা দিচ্ছে নিলামে,
জোর যার মুল্লুক তার, শ্লোগান এখন ঝিলামে।
 .
সারাজীবন পাপ করে ঢের, পড়ে নেতার প্রেমে,
তেলবাজিতে অগ্রে সবার, যায় দেখা যায় ফ্রেমে।
 .
গরিব মেরে প্রাসাদ গড়ে, অর্থ গড়ে বেনামে,
`হাজি’ নামের লকব কিনতে যায়রে ছুটে হেরেমে।
 .
বিশ্বটায় আজ জুলুমবাজি করছে দেখি জালেমে,
 মানবতার মহান ব্রতে, শান্তি আসে ইলহামে।
 .
শান্তি কোথাও পাইনা খুঁজে, শান্তি কেবল সালামে,
সঠিক পথে আয় ফিরে আয়, রসূল বলেন কালামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *