আমার অস্তিত্ব 

আরিফুর রহমান 
.
যদি বলো কেমন আছো?
বলি, কূল বিহীন সাগরের মধ্যে, সাঁতার বিহীন একজন মানুষ ঐ অথৈজলে যেমন সংকটাপন্ন।
যদি বলো কেমন আছো?
বলি, সমগ্র পৃথিবীর সমুদ্র সৈকতের চাকচিক্যময় মোহিত বালু কনা কিংবা মহামূল্যবান নুড়িপাথরের মধ্যে আমি
একজন নগন্ন শেওলা পরা অবহেলিত পাথর।
.
যদি বলো কেমন আছো?
বলি, চৈত্র মাসের অসহনীয় কাঠপোড়া রোদে, চৌচির শূন্য মাঠে দাঁড়িয়ে থাকা কড়ই গাছের ডালে
বসে থাকা আমি এক তৃষ্ণার্ত কাক।
.
যদি বলো কেমন আছো?
বলি, ছিলাম বন্ধু বৃত্ত বাগানের ভালোবাসায় শিক্ত, যত্নে গড়া এক গোলাপ ফুল,
হয়েছি আজ চুপসে যাওয়া ঝরে পরা বকুল।
.
আরিফুর রহমান
বিবিএ ২য় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *