অজয় কৃষ্ণ গোমস্তা ।।
.
আমি না জন্মালেও এই পৃথিবী
পৃথিবীর সব প্রাণী, স্থাবর-অস্থাবর
সৃষ্টি হতো যার যার মতো করে,
যার যার অবস্থান থেকে
সৃষ্টিধর্ম পালন করতো অবলীলায়।
.
আমার সৃষ্টিতে সৃষ্টিকর্তার কতখানি লাভ বা
সন্তুষ্টি অর্জিত হয়েছে
তা কেবল তিনিই জানেন।
আমার জীবদ্দশায় আমার কৃতকর্ম তাঁর সৃষ্টির কতটা প্রয়োজন
মেটাতে সক্ষম তাও কেবল তিনিই জানেন।
সভ্যতা, সংস্কৃতির পরিবর্তন, বিপ্লব ;
সময়ের পরিবর্তনে হয় বটে
কিন্তু তাতে আমার কি!
.
আমি কি জানি!
প্রকৃতি ধর্মের কাছে আমি কি কথা দিয়ে এসেছিলাম বা
তিনি আমাকে কেন সৃষ্টি করলেন!
আমি তার কিছুই জানি না।
শুধু একান্ত মনে বিশ্বাস করি।
যার নাম ধর্ম।
.
আসলে এর মর্মার্থ কতটা অন্তরাত্মা দিয়ে অনুভব করি তাও তিনি জানেন।
পৃথিবীতে আমার জন্ম, আমার অধিকার
যতোদিন আমি বেচে আছি ততক্ষণই। আমার জন্ম ও জীবনের সার্থকতা।
শুধু পরজন্মের কথা ভেবে আমি ভালো কাজ করবো,
ভালো কাজে উদ্ভুদ্ধ হবো এটাই কি ধর্ম!
ভালো মন্দের বিচারক হিসেবেও আমি নিযুক্ত নই।
আমি কেন সৃষ্টি হলাম কতটা ভালোর সাথে সময় কাটাচ্ছি,
কার ভালোর জন্য নিজেকে উৎসর্গ করলাম
তা কি ভাবছি!
আমি না জন্মালেও পৃথিবী তার মতোই।
.
অজয় কৃষ্ণ গোমস্তা
নিয়ামতি, বরিশাল
অসাধারণ লেখনী।