আল্লাহ মেহেরবান 

জিনাত তামান্না ।।
.
সুনীল আকাশ
মুক্ত বাতাস
সবুজ ঘাসের চাদর .
না না রঙের
রঙ্গনাতে
নিখুঁত তুলির আঁচড় ।
.
শিল্পী কে সে ?
কে বানালো ?
দিয়ে এতো আদর …
সে যে সৃজনকারী ,লালনকারী প্রভু দয়াবান
আল্লাহ মেহেরবান তিনি আল্লাহ মেহেরবান .
বনের বিহগ মিষ্টি সুরে
ডানা মেলে বেড়ায় উড়ে
মেঘের সারি গগণ জুড়ে
চলে ভেসে ঐ যে দূরে …
বিহগ ও মেঘ
কে বানালো ?
দিয়ে এতো আদর …
.
সে যে সৃজনকারী , লালনকারী প্রভু দয়াবান
আল্লাহ মেহেরবান তিনি আল্লাহ মেহেরবান .
দিনের তপন ঝলক ছড়ায়
বসুমতির পাড়ায় পাড়ায়
রাতের শশী জোসনা মায়ায়
স্নিগ্ধ আলোয় প্রেমে জড়ায় …
তপন শশী
কে বানালো ?
দিয়ে এতো আদর …
সে যে সৃজনকারী ,লালনকারী প্রভু দয়াবান
আল্লাহ মেহেরবান তিনি আল্লাহ মেহেরবান .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *