ঋণী চিরকালই

এম ইলিয়াস তুহিন ।।
.
স্বাধীনতার তরে একাত্তরে
কেউ দিয়েছে প্রাণ,
অনেক মা-বোন হারিয়েছে
ইজ্জত আর মান।
.
তাদের লালন-পালন করে
এই মাতৃভূমি ধন্য।
প্রভুর কাছে দু’আ করি
তাদের ক্ষমার জন্য।
.
জঠর মাঝে ধারণ করেছে
তাদেরকে যে মাতৃ,
দু’আ করি, তারাও হোক
জান্নাতেরই যাত্রী।
.
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
বুকে নিয়ে ব্যাথা
শ্রদ্ধাভরে  স্মরণ করি
সব শহীদ, গাজীর কথা।
.
মোদের স্বাধীনতার মাল্যদান
করেছে যেসব মালি,
তাদের কাছে রইবো ঋণী
আমরা চিরকালই।
.
এম ইলিয়াস তুহিন
মিডিয়া ও যোগাযোগ সম্পাদক,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সাহিত্য পরিষদ।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
.
সহকারী শিক্ষক,
শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চাটখিল, নোয়াখালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *