কাজী আল-মাহমুদ
আর আসে না তোমার নামে চিঠি
কবুতরটা ছুটিতে আছে বুঝি?
তোমার ঝিলে পদ্ম কি ফোটে আজও?
স্বচ্ছ জলের ঢেউটা আজও খুজি।
তোমার আকাশ আজও কি থাকে খোলা?
তপ্ত দুপুরে মেঘেরা কি আজও ভাসে?
রাত নিশিতে চাঁদের বুড়ি আজও
ব্যাস্ত থাকে চড়কা কাটার কাজে?
শান্ত বাতাস আজও কি যায় বয়ে
দিগন্তজোড়া ফসলের মাঠ বেয়ে?
আজও কি তোমার চঞ্চলা নদী তীরে
উর্মি আসে বালুকাবেলায় ধেয়ে?
তোমার বাগানে আজও কি ফোটে ফুল
হাসনাহেনা, বেলি আর সে বকুল?
আজও কি কেউ নগ্ন নুপুর পায়ে
মালা গেথে তারে সুশোভিত করে চুল?
আজও কি তোমার মেঠো পথ ধরে
রাখালিয়া বাঁশিতে মুগ্ধতার বাজে সুর,
আজও কি সেই সুতো-নাটাই করে
রঙিন ঘুড়ি উড়ে অজানায় দূর?
সময় পেলে আসবো ঘুরে
তোমার সে অচিনপুরে।
ইট-পাথুরে জঙ্গল ছেড়ে
দূর হতে বহুদূরে।