কলম

মোঃ জাবের মীর ।।
কলম আমি লিখতে জানি
লিখেই শুধু যাই,
সম্মান, শ্রদ্ধা, ও মর্যাদা পেতে
আমার জুড়ি নাই।
.
আছে যত নামীদামী আর
সম্মানিত লোক,
আমার দ্বারাই আলোকিত
সারা বিশ্বলোক।
.
আমিই তৈরি করি তাদের
সৎ ও নিষ্ঠাবান,
সর্বদাই রাখে তারা
দেশ ও দশের মান।
.
জ্ঞানী-গুণীর পকেটেতেও
আমি শোভা পাই,
আমি না থাকলে সবে
মূর্খ থাকতো ভাই।
.
আমি চাই সবে হোক
পূর্ণ আদর্শবান।
কিছু লোক অসৎ পথে
করে আমার অপমান।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *