রবীন্দ্রনাথ মন্ডল
.
একটি বছর আগে তুমি আমায় দেখা দিয়ে,
বলেছিলে পরের বছর যাবে সাথে নিয়ে।
আরও বলেছিলে তুমি আষাঢ় বাদল ক্ষণে,
রাখবে তোমার বুকের মাঝে অতি সযতনে।
তখন থেকে ক্ষণ গণনা-পথের পানে চাওয়া,
আসবে কবে শুভ লগন-তোমায় কাছে পাওয়া।
দিন চলে যায়-মাস চলে যায়-আসে বর্ষাকাল,
ভাবছি মনে আসবে তুমি কোন এক সকাল।
বধূ বেশে সাজবো আমি-তুমি হবে বর,
লাল শাড়িতে-আলতা পায়ে উঠবো তোমার ঘর।
কিন্তু একি! স্বপ্ন আমার ভাঙলো নিমিষেই,
তোমার লেখা চিঠিখানি হাতে পেলাম যেই।
লিখছো পুরো পৃষ্ঠা জুড়ে তোমার যত কথা,
চিঠি পড়ে আমার মনে আসলো নিরবতা।
অবাক হলাম- কেমন করে গেলে তুমি ভুলি!
হৃদয় খুলে আমায় দেয়া তোমার কথাগুলি।
কী আর করা-কষ্ট বুকেই থাকবো আমি একা,
হয়তো বন্ধু আর হবেনা তোমার সাথে দেখা।
ভালো থেকো, সুখে থেকো-ভালো রেখো তাকে,
আমার কষ্ট রয়ে যাবে আমার মনের বাঁকে।
যতই কান্না আর বিষাদে হৃদয় উঠুক ভরে,
থাকবো আমি পুরনো সব স্মৃতি আঁকড়ে ধরে।
কাটাবো দিন একাকিনী নিরবে-নির্জনে,
সারাজীবন তোমায় রেখে মনের সিংহাসনে।