বশিরুজ্জামান বশির ।।
মনে নেই কতদিন তোমার আমার একসাথে
কীর্তনখোলা দেখা হয় না;
একযুগ আগেও তুমি আমি একসাথে
কীর্তনখোলার চরে কাদা মেখে
দড়গি মাছ আর আমাদের বেঁচে থাকার
স্বপ্নগুলো নদীর জলে ধুয়ে দেখতাম।
অথচ আজ সেই নদী নেই, চর নেই
চরের মানুষগুলো অর্থলোভীদের কারণে ঘরছাড়া।
হাইব্রিড উন্নয়ন প্রতিযোগিতায় নদী এখন
অবৈধ কলকারখানার দখলে
নদী মরে যায় আছিয়ার সেই প্রিয় কীর্তনখোলা
এখন আর আগের মতো ভরা যৌবন নেই!
দেশের অন্যায় দুর্নীতি বন্ধ না হলে–
ধীরে ধীরে শুকিয়ে যাবে সমস্ত নদী
শুকিয়ে যাবে জলে ভেজা আছিয়ার ভালোবাসা।
শুকিয়ে যাবে আমাদের দেশপ্রেম স্বর্গীয় সুখ।