চাণক্যের সন্ত্রাসী নীতি !

Chanakya artistic depiction.jpg

শিল্পীর কল্পনায় চাণক্যের ছবি

জন্ম খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দ, বিহারের তক্ষশীলায় [পাটনা]
মৃত্যু খ্রিস্টপূর্ব ২৮৩ অব্দ
পাটলিপুত্র, মৌর্য্য সাম্রাজ্য
বাসস্থান পাটলিপুত্র, মৌর্য্য সাম্রাজ্য
অন্য নাম কৌটিল্য, বিষ্ণুগুপ্ত
শিক্ষা প্রতিষ্ঠান তক্ষশীলা
পেশা চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা

প্রাচীন হিন্দু রাজা ও শাসকদের প্রসিদ্ধ রাজনৈতিক উপদেষ্টা কৌটিল্য। তিনি চাণক্য নামেও পরিচিত। বাবা-মায়ের দেওয়া নাম বিষ্ণুগুপ্ত। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে তক্ষশীলা নগরে এক সাধারন ব্রাহ্মণ পরিবারে চাণক্যের জন্ম।তিনি ছিলেন অসাধারন কূটনীতিজ্ঞ। ছোটো থেকেই তিনি প্রচন্ড জেদী ও ক্রোধী ছিলেন।তিনি রাজা চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

হিন্দু রাজা-বাদশাহ ও শাসকগণকে তার প্রদত্ত চারটি নসিহত ছিলোঃ

ক) ক্ষমতা অর্জনের লোভ এবং অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষাকে কখনো মন থেকে মুছে যেতে দেবে না।
খ) সকল সীমান্তবর্তী রাজ্যকে শত্রু মনে করতে হবে।
গ) প্রতিবেশী রাষ্ট্রসমূহকে বাদ দিয়ে অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে।
ঘ) সারা পৃথিবী চাইলেও তুমি নিজে শান্তির কথা চিন্তা করতে পারবে না। তবে বাহ্যিকভাবে শান্তি এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের ভান করে নিজের আসল উদ্দেশ্য আড়াল করার অভিপ্রায়ে একে ঢালস্বরূপ ব্যবহার করা যাবে। 

বর্তমান ভারত ও ভারতীয় সরকার জঙ্গি সন্ত্রাসী চানক্যের এই নীতিতে বিশ্বাসী। এই থিওরি মোতাবেক তারা উপমহাদেশের অন্যান্য রাষ্ট্রকে নানাভাবে উত্যক্ত করছে।

হদিস:
১. আরিফুল হক: হায়দারাবাদ ট্রাজেডী ও আজকের বাংলাদেশ, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি, প্রথম মুদ্রণ- মে ২০০১, পৃষ্ঠা ৫-৬।
২. উইকিপিডিয়া, চাণক্য, সংগৃহীত ১৯-০৭-২০১৮
৩. ইন্টারনেট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *