সাফল্যের ৫ম বছরে পাঠক‌প্রিয় ম্যাগা‌জিন ‘মুক্তবু‌লি’

নুর উল্লাহ আ‌রিফ ||

পাঠক যারা, লেখক তারা এ শ্লোগান নি‌য়ে প্রকাশনায় আসা পাঠক‌প্রিয় জনন‌ন্দিত বহ‌ুলপ্রচা‌রিত ম্যাগা‌জিন ‘মুক্তবু‌লি’ চার বছ‌রের মা‌হেন্দ্রক্ষণ অ‌তিক্রম করল। চার বছ‌রের পূর্ণতায় প্রকাশ ক‌রে‌ছে বি‌শেষ সংখ্যা ‘প্র‌তিষ্ঠার ৪ বছর।’ সংখ্যা‌টি ইতোমধ্যে পাঠ‌কের হ‌া‌তে পৌঁছে গেছে। প্র‌তিশ্রু‌তিবদ্ধ, তরুণ লেখক সাংবা‌দিক ও সাংস্ক‌ৃতিক ব্য‌ক্তিত্ব আযাদ আলাউদ্দীনের দা‌য়িত্বশীল সম্পাদনায় ম্যাগা‌জিন‌টি হ‌য়ে ও‌ঠে সা‌হিত্য‌প্রে‌মি‌দের হৃদয়ের খোরাক।

এ চার বছ‌রে সম্পাদ‌কের অক্লান্ত প‌রিশ্র‌মে তৈ‌রি হ‌য়েছে বহু সা‌হিত্যিক, লেখক, ক‌বি ও ছড়াকার। এ‌দের অ‌নে‌কের লেখা‌লে‌খির হা‌তেখ‌ড়ি মুক্তবু‌লি। তা‌দের ম‌ধ্যে কেউ কেউ এখন পু‌রোদস্তুর লেখক। নিয়‌মিত লি‌খে যান অনায়া‌সে। তারা শুধু এখন আর মুক্তবু‌লি নয় নানা ধর‌নের সাপ্তা‌হিক, পা‌ক্ষিক, মা‌সিক প্রকাশনায়ও লে‌খেন।

‌ যে সম‌য়ে বর্তমান প্রজন্ম পু‌ঁথিগত বিদ্যার বাই‌রের পড়া‌লেখা থে‌কে মুখ ফি‌রি‌য়ে ভার্চুয়াল জগ‌তে নি‌জে‌দের বি‌লি‌য়ে দি‌চ্ছে, ঠিক সে সম‌য়ে দৈ‌নিক নয়া দিগ‌ন্তের ব‌রিশাল ব্যু‌রোর চীফ রি‌পোর্টার সাংস্ক‌ৃতিক ব্য‌ক্তিত্ব আযাদ আলাউদ্দীন যু‌গোপযোগী শ্লোগা‌নে নতুন লেখক-পাঠক তৈ‌রি কর‌তে নি‌জের সম্পাদনায় প্রকাশনা শুরু কর‌লেন মুক্তবু‌লি ম্যাগা‌জিন‌।

ই‌তিহাস, ঐ‌তিহ্য, সা‌হিত্য ও সংস্ক‌ৃতি বিষয়ক ম্যাগা‌জিন মুক্তব‌ুলি সুস্থধারার সংস্ক‌ৃতি বিকা‌শে আ‌পোষহীন ভূ‌মিকা পালন কর‌ছে। নিরলসভা‌বে কাজ কর‌ছে মানসম্মত লেখক-পাঠক তৈ‌রি কর‌তে। প্রা‌চ্যের ভ্যা‌নিস খ্যাত বৃহত্তর ব‌রিশাল থে‌কে প্রকা‌শিত ম্যাগা‌জিন‌টি -এ চার বছ‌রে রাজধানী শহর ঢাকা,বিভাগীয় শহর,‌জেলা উপ‌জেলাসহ সারা‌দে‌শের প্রত্যন্ত অঞ্চ‌লের পাঠ‌কের হা‌তে ‌পৌ‌ঁছে গে‌ছে। ফোর কালা‌রের ঝকঝ‌কে ছাপা‌নো প্র‌তি‌টি সংখ্যা নতুনভা‌বে পাঠ‌কের হা‌তে আসা মা‌নে পাঠ‌কের ম‌ধ্যে অন্যরকম অনুভূ‌তির স‌ৃষ্টি হয়। ই‌তোম‌ধ্যে অ‌নেক পাঠক মুক্তব‌ুলি ম্যাগা‌জিনের ভূয়সী‌ প্রশংসা ক‌রে নানা মাধ্য‌মে নানাভা‌বে নি‌জে‌দের মতামত প্রকাশ করে‌ছে ।

মুক্তবু‌লির লেখক, দ‌ক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম ক‌লে‌জের প্রভাষক সিরাজ মাহমুদ ব‌লেন, বর্তমান সম‌য়ে তরুণ প্রজন্ম‌কে বইমুখি করা বিরাট চ্যা‌লে‌ঞ্জের কাজ। সাংবা‌দিক লেখক আযাদ আলাউদ্দীন দা‌য়িত্ব নি‌য়ে যে কাজটি ক‌রে‌ছেন তা-হ‌লো একই সা‌থে লেখক এবং পাঠক তৈ‌রি করা। মুক্তবু‌লির সুবা‌দে অ‌নেক পাঠকই তৈ‌রি হ‌য়ে‌ছে যার জন্য মুক্তবু‌লির সম্পাদক‌কে মুবারকবাদ।

মুক্তবু‌লির প্র‌তিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আযাদ আলাউদ্দীন ব‌লেন, নবপ্রজন্ম‌কে ভার্চুয়াল জগতের নে‌গে‌টিভ দিক থে‌কে ফি‌রি‌য়ে জ্ঞা‌নের রা‌জ্যে আন‌তে হ‌বে। নতুবা আগামী‌তে এক‌টি আদ‌র্শিক জা‌তি পাওয়া আমা‌দের জন্য ক‌ঠিন হ‌য়ে পড়‌বে। এ কাজ‌টি আম‌া‌দের দা‌য়িত্বশীল‌দের কর‌তে হ‌বে। সে দা‌য়ি‌ত্বের কথা মাথায় রে‌খেই মুক্তবু‌লির প্রকাশনায় আসা। অতী‌তের মত আগামী‌তেও মুক্তবু‌লির প্রকাশনা নিয়‌মিত রাখ‌তে সক‌লের অব্যাহত সহ‌যো‌গিতা কামনা ক‌রেন তি‌নি।

নুর উল্লাহ আ‌রিফ
শিক্ষক, বেগম র‌হিমা ইসলাম ক‌লেজ
সিনিয়র প্র‌তি‌নি‌ধি, ‌দৈ‌নিক উপকূল বার্তা
ই-‌মেইল : [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *