তানভীর সুপ্রিয়
.
তোমার চোখ যেন এক অনাবিল আকাশ
শিল্পের চুমুতে চুমুতে ভেজা
জীবাশ্মবাদী এই আমি ও চোখে চোখ রেখে
অতল থেকে অতলান্তে তন্দ্রা-বিলাস, স্বপ্ন-জাগরণ
একই সাথে টের পাই।
.
তোমার ঐ নিঃশব্দ দীঘল চোখ
সহজাত সহজিয়ায় ঢেকে দেয় জীবনের কালিমাগুলো।
দ্বিধাহীন হয়ে ভাবি ও চোখে চোখ রেখে
মিথ্যা বলতে পারলে সে তো খুনি!
.
প্রতি মুহূর্তে আমি খুন হই তোমার চোখের সংবেদনশীলতায়।
যখন ওই সুনীল আকাশ-সম নিটোল চোখে
মেঘ জমতে দেখি…
.
আমি ভুলে যাই কম্পিউটারচর্চিত পর্নোপ্রবণ পৃথিবীর
কাতরানো বর্তমান…
ডুবে যাই নিঃসীম নীলে যার গভীরতা
তোমার ওই চোখ যে দেখেছে সেই জানে!
সুনিশ্চিত প্রিয়তমা
তোমার ওই চোখ নির্ঘাত কামুককেও
প্লেটোনিক করে দিবে!