শাহীন কামাল ।।
মধ্যরাতে ঘুম বাদ দিয়ে
যারা করেন গলাবাজি,
গায়ের জোরে তারা তখন
পাহাড় ঠেলতে রাজি
.
যুক্তি তর্কে হারতে তাদের
কে দেখেছে কবে?
যেমন করে হোক বা না-হোক
জিততে তাদের হবে।
.
কেমন করে এসব পারেন
কথায় দেখান জোশ,
কেউতো আবার সাপের মত
করেন ফোঁস ফোঁস।
.
পারলে দুজন কুস্তি করেন
শক্তি দেখান হাতের!
লাইভে এসে দেখিয়ে যান
কে কেমন জাতের।
.
দুজন মানুষ টকশো করে
কেউ শোনেনা কারে,
কী ভেবেছেন দর্শন শ্রোতা
কে তার ধার ধারে?