মোহাম্মদ নূরুল্লাহ ||
তুমি আমি আজ যদি এক হই ;
প্রশান্তির ধারা নামবে ধরণী মাঝে।
মুক্ত আকাশে বিহঙ্গকুল সারিবদ্ধ হয়ে শৃঙ্খলা শেখাবে তোমাকে আমাকে।
আমি তুমি আজ যদি এক হই;
কোকিলের কণ্ঠে শুনিব গান,
গাহিবে ডাহুক তার আপন সুরে।
হাঁসের সংসারে নেই ঝামেলা:
মা হাঁসটির পিছু পিছু, কিংবা বোন হাঁসটির পিছু পিছু
কীভাবে সাগর পাড়ি দেয় শৃঙ্খল হয়ে;
বড় অদ্ভুত লাগে!
সাড়সের সারি দেখে বিস্মিত হই,আকাশ সমুদ্রে
সাঁতার কাটে; একবারে জঙ্গি জেট বিমানের মতো।
তুমি আমি যদি এক হই;
পাখিগুলো উড়তে পারে মুক্ত হাওয়ায়।
শ্বাপদশ্রেণিও লজ্জা পায় তোমার আমার কান্ড দেখে:
কী না করেছি আমরা!
রোদের সঙ্গে মিতালী করেছে, মেঘমালা আজ;
আর তুমি আমি, আমি তুমি;
একবারও কি পারিনা বাঁশের মতো গলাগলি ধরতে?
পিঁপড়ার দিকে তাকিয়ে দেখো!
কী যে সখ্যতা বিরাজ করছে ওদের মাঝে!
ওরা শত্রুমিত্র চিনে।
মানুষ কীভাবে মানুষের শত্রু হয়?
অমানুষের ভীড়ে মানুষ হারিয়ে গেছে মহাকালের অতল গহ্বরে।
ছদ্মবেশের দরুন আসল হারিয়ে গেছে কালের আবর্তে।
বন্ধ করো দাঙ্গা, বন্ধ করো হাঙ্গামা।
ধুলিসাৎ হয়ে যাক আত্মম্ভরিতা।
কাঁধে কাঁধ মিলিয়ে তুমি আমি, আমি তুমি এক হয়ে যাই।
শান্তিতে ঘুমাক ঘাস সকল।